promotional_ad

শুধু টি-টোয়েন্টি 'ম্যাটেরিয়েল' হতে চান না আল আমিন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আজ থেকে প্রায় সাত বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় আল আমিন হোসেনের। তাঁর সমসাময়িক ক্রিকেটাররা এর মধ্যে খেলে ফেলেছেন ৫০ এরও বেশি টেস্ট। অথচ ডানহাতি এই পেসার এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৭টি টেস্ট। 


স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠতে পারে তবে কি সাদা পোশাকে অনীহা রয়েছে আল আমিনের? ৩০ বছর বয়সী এই পেসার অবশ্য তেমনটা বলছেন না। সুযোগ পেলে যেকোনো ফরম্যাটে খেলতে প্রস্তুত তিনি। শনিবার ক্রিকফ্রেঞ্জির ফেসবুক লাইভ সেশনে এমনটাই জানান আল আমিন।



promotional_ad

বাংলাদেশের হয়ে মাঠে নামাকে সবসময় প্রাধান্য দেন আল আমিন। তাই নিজেকে যেকোনো মুহূর্তের জন্য তৈরি রাখেন। তিনি বলেন, 'আমার ফোকাস শতভাগ বাংলাদেশ দলের হয়ে খেলার দিকে। শুধুমাত্র টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টিতে না। আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখি সুযোগের জন্য। যেই কোনো একটা ফরম্যাটে সুযোগ আসলে নিজের সেরাটা দিবো এবং দলে অবদান রাখার চেষ্টা করবো।'


টেস্ট এবং ওয়ানডে কম খেললেও এখন পর্যন্ত ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আল আমিন। মূলত টি-টোয়েন্টি ম্যাটেরিয়েল হিসেবে বিবেচিত করার কারণেই বাকি ফরম্যাটে তেমন খেলার সুযোগ এই পেসারের। তবে অনেকের মতো আল আমিন নিজেও চান ওয়ানডে এবং টেস্টেও নিয়মিত হতে। 


তিনি বলেন, 'আমার ক্রিকেট ক্যারিয়ারে হয়তো টি-টোয়েন্টি খেলার সুযোগটা বেশি এসেছে। ওয়ানডে বা টেস্ট তুলনামূলক কম এসেছে। এসব ক্ষেত্রে সুযোগ পেলে নিজেকে প্রমাণের বিষয় থাকতো। যেহেতু সুযোগটা আসেনি তাই সবাই আমার জন্য দোয়া করবেন তিন ফরম্যাটেই যাতে খেলতে পারি।'



৭টি টেস্টে আল আমিন শিকার করেছেন ৯টি উইকেট। অপরদিকে ১৫টি ওয়ানডেতে ২২টি উইকেট নিয়েছেন তিনি। আর টি-টোয়েন্টিতে তাঁর শিকার ৩১ ম্যাচে ৪৩ উইকেট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball