promotional_ad

করোনায় আক্রান্ত হলেন প্রোটিয়া ক্রিকেটার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা এবারে আঘাত হানলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। করোনা মরার উপর খাড়ার ঘা হিসেবে পড়লো প্রটিয়া অলরাউন্ডার সলো কুইনির ওপর। একের পর এক রোগের সাথে যুদ্ধ করতে করতে শেষমেশ আক্রান্ত হলেন মহামারী কোভিড-১৯ এ।


বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন কুইনি।



promotional_ad

টুইট বার্তায় কুইনি লিখেন, ‘গতবছর আমি গুইলান বেয়ার সিন্ড্রোমে আক্রান্ত হলাম। দশ মাস ধরে এটার সঙ্গে লড়াই করছি। সুস্থ হওয়ার মাঝপথে আমার যক্ষ্মা হলো, আমার লিভার এবং কিডনি ফেইলিউর দেখাল। আর আজকে আমি করোনাভাইরাসেও পজিটিভ শনাক্ত হলাম। আমি জানি না, সবকিছু কেন আমার সঙ্গেই হয়।’


তবে কুইনির এজেন্ট রব হাম্পরিস বেশ আশাবাদী ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের দ্রুতই ফিরে আসার বিষয়ে। রব আশা প্রকাশ করে বলেন, 'আমি ওর (কুইনির) ফিরে আসার ব্যপারে বেশ আশাবাদী। আগেও ও অনেক রোগের সাথে লড়েছে এবং ফিরেও এসেছে। ওর মানসিক শক্তি অনেক বেশি। আমি নিশ্চিত শীঘ্রই সে কভিড-১৯ এর সাথে লড়াই করে জিতে আসবে।'


৩৬টি প্রথম শ্রেণি, ৪৪টি লিস্ট ‘এ’ এবং ৩৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেলেও এখন পর্যন্ত জাতীয় দলে খেলা হয়নি কুইনির। গেল বছর ক্রিকেট অসুস্থতার জনু ক্রিকেট থেকে সরে আসার আগ পর্যন্ত সবমিলিয়ে তার সংগ্রহ ১২৯৮ রান ও ১৩৪ উইকেট।
 
এখন পর্যন্ত বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে করোনা আক্রান্ত হলেন কুইনি। এর আগে পাকিস্তানের জাফর সরফরাজ এবং স্কটল্যান্ডের মাজিদ হক কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। এর ভেতর জাফর সরফরাজ করোনার সঙ্গে যুদ্ধে হার মেনে মৃত্যুবরণ করেছেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball