করোনায় কপাল পুড়লো সাদাব-শর্টের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মরণঘাতী করোনাভাইরাসের কারণে একে একে স্থগিত হয়ে বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্ট। এই তালিকায় রয়েছে ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি ব্লাস্টও।
এর ফলে কপাল পুড়েছে পাকিস্তানের ক্রিকেটার সাদাব খান এবং অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের। কারণ তাঁদের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল সারে।

সাদাব এবং শর্ট চুক্তিবদ্ধ ছিলেন ১০০ বলের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেডেও। কিন্তু করোনাভাইরাসের কারণে এটিও পিছিয়ে দেয়া হয়েছে এক বছরের জন্য। তাই উভয় দিক থেকেই বিপাকে পড়তে হলো এই দুই ক্রিকেটারকে।
এক বিবৃতিতে সারে বলেছে, 'টুর্নামেন্টটি স্থগিত করায় এবং এটি নিয়ে অনিশ্চয়তা থাকায় আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ক্রিকেটারদের সঙ্গে করা চুক্তিগুলো বাতিল করা হবে।'
মূলত পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সাদাব এবং শর্টের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সারের ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক দুই ক্রিকেটারকে ধন্যবাদও জানান।
অ্যালেক স্টুয়ার্ট বলেন, 'আমি সাদাব এবং ডি’আর্সিকে ধন্যবাদ জানাই পরিস্থিতি বোঝার জন্য। একই সঙ্গে তাদের ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিও আমরা কৃতজ্ঞ।’