অপেক্ষার প্রহর কবে ফুরাবে মাহমুদউল্লাহর?

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আর একটি মাত্র টেস্টে মাঠে নামতে পারলেই বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫০ তম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারের অপেক্ষার প্রহর আদৌ কবে নাগাদ শেষ হবে সেটাই এখন দেখার বিষয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি সিরিজ এরই মধ্যে স্থগিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে গত মাসের পাকিস্তান সফরও। একটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলতে এপ্রিলে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু পরিস্থিতি বিবেচনায় সফরটি স্থগিত করা হয়। ফলে ৫০তম টেস্ট খেলার সুযোগ হয়নি মাহমুদউল্লাহর।

আইসিসির এফটিপি অনুযায়ী বাংলাদেশের পরবর্তী টেস্ট খেলার কথা ছিল জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু ২ ম্যাচের সেই টেস্ট সিরিজটিও স্থগিত ঘোষণা করা হয়েছে। এরপর জুলাইয়ে ৩টি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। সেই সিরিজটিও রয়েছে অনিশ্চয়তার মুখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এখনও সিদ্ধান্ত জানাননি।
এরপর বাকি থাকে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। আগামী আগস্ট মাসে ২টি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সিরিজটি নিয়েও রয়েছে অনিশ্চয়তা। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সিরিজ মাঠে না গড়ালে এই বছর আর পঞ্চাশতম টেস্ট খেলা হবে না মাহমুদউল্লাহর। ফলে তাঁকে অপেক্ষা করতে হবে পরবর্তী বছর পর্যন্ত।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৭০টি টেস্টে দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এরপর যথাক্রমে তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল (৬১), তামিম ইকবাল (৬০), সাকিব আল হাসান (৫৬) এবং হাবিবুল বাশার (৫০)।