অধিনায়কত্বের প্রস্তাব পাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ডি ভিলিয়ার্স

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত বুধবার বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে খবর রটে, এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা! বৃহস্পতিবার এমন খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন খোদ ডি ভিলিয়ার্সই!
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নাকি আমাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছে। এটি পুরোপুরি মিথ্যে। বর্তমান সময়ে কোন কথা বিশ্বাস করা যাবে, তা বোঝাই মুশকিল। অদ্ভুত সময়। সবাই নিরাপদ থাকুন।’

এর আগে এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন সেরা ফর্মে থাকলে তবেই জাতীয় দলে ফেরার কথা ভাবতে পারবেন তিনি।
এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, আমাকে সেরা ফর্মে থাকতে হবে। আমার পাশের খেলোয়াড়ের চেয়ে ভালো হতে হবে। যদি আমি মনে করি, এই দলটিতে জায়গা পাওয়ার দাবিদার, তবে আমার জন্য একাদশে খেলার কথা ভাবা সহজ হবে।’
২০১৮ সালে আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। এরপর থেকে অনেকবার জাতীয় দলে তাঁর ফেরার গুঞ্জন উঠেছে। ফর্ম ঠিক থাকলে জাতীয় দলে ফিরতে আপত্তি নেই ডি ভিলিয়ার্সের।