promotional_ad

মুস্তাফিজের মুখোমুখি হতে চান না পাওয়েল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে একটা সময় বোলারদের ত্রাস ছিলেন রিকার্ডো পাওয়েল। মারকাটারি ব্যাটিংয়ের মাধ্যমে মাঠ মাতিয়ে রাখতেন ওয়েস্ট ইন্ডিজের এই ডানহাতি ব্যাটসম্যান। সম্প্রতি প্রাক্তন এই ক্যারিবিয়ান হার্ডহিটার এসেছিলেন ক্রিকফ্রেঞ্জির লাইভ সেশনে।  


ক্রিকেটের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলেছেন ৪১ বছর বয়সী পাওয়েল। বাংলাদেশের কোন বোলারকে সমীহ করবেন এবং মুখোমুখি হতে চাইবেন না এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজুর রহমানের প্রতি ইঙ্গিত করেছেন তিনি।  



promotional_ad

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পাওয়েল মুস্তাফিজের নাম মনে করতে ব্যর্থ হলেও বাঁহাতি পেসার হিসেবে যে তাঁকেই বুঝিয়েছেন তা বলাই বাহুল্য। একই সঙ্গে বাকি বোলারদেরও ভূয়সী প্রশংসা করতে ভোলেননি তিনি।


সাবেক এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান বলেন, 'এটা একটু জটিল প্রশ্ন। কেননা বাংলাদেশে এখন কয়েকজন ভালো বোলার রয়েছে যারা কিনা আন্তর্জাতিক অঙ্গনে বেশ ভালো করছে। আসলে নির্দিষ্ট করে বলতে গেলে বাংলাদেশের অনেক ভালো বোলার আছে। একজনের কথা বললেই নয়। বাঁহাতি পেসার। আমি তাঁর নামটা ঠিক মনে করতে পারছি না। সে দুর্দান্ত বোলিং করে থাকে।'


ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি টেস্ট এবং ১০৯টি ওয়ানডে খেলেছেন রিকার্ডো পাওয়েল। ২৪.৮২ গড়ে ওয়ানডেতে ২ হাজার ৮৫ রান সংগ্রহ করেন তিনি। যেখানে রয়েছে একটি সেঞ্চুরি এবং ৮টি হাফ সেঞ্চুরি। এছাড়া ১৭.৬৬ গড়ে টেস্টে ৫৩ রান করেন পাওয়েল।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball