promotional_ad

দক্ষিণ আফ্রিকাকে ঢেলে সাজানোর পরিকল্পনা স্মিথের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন কুইন্টন ডি কক। গুঞ্জন ছিল টেস্ট দলের নেতৃত্বও পেতে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু সদ্য পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়া দেশটির ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিন ফরম্যাটের জন্য একজন অধিনায়ককে নিয়ে ভাবছেন না তারা। দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন তিনি।


এ বছর ফেব্রুয়ারিতে নেতৃত্ব ছেড়েছেন ফাফ ডু প্লেসি। এর আগেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান ডি কক। কারণ ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছিল ডু প্লেসিকে। ডু প্লেসি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ছাড়লেও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 



promotional_ad

নেতৃত্ব পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ডি কক। কিন্তু পরিচালক স্মিথ মনে করেন, এক সঙ্গে তিন ফরম্যাটে নেতৃত্ব দেয়া কঠিন একজনের পক্ষে। তাই এমন চ্যালেঞ্জের মুখে ডি কককে ঠেলে দিতে নারাজ তিনি। 


স্মিথ বলেন, 'আমি একটা বিষয় নিশ্চিত করতে পারি যে, কুইন্টন (ডি কক) আমাদের সাদা-বলের অধিনায়ক থাকবে এবং সামনে সে টেস্ট অধিনায়ক হবে না। আমরা চাই, সে চাপমুক্ত থাকুক এবং ভালো খেলে যাক। বিভিন্ন দেশ চেষ্টা করে দেখছে যে কোনটা তাদের জন্য সবচেয়ে ভালো। আমি মনে করি, তিন সংস্করণে এক অধিনায়ক রাখলে সম্ভবত সুফল আসে না।'


২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন গ্রায়েম স্মিথ। গত বছরের ডিসেম্বরে তিন মাসের জন্য ডিরেক্টর পদে দায়িত্ব পান তিনি।  



এ বছর আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে চুক্তি ছিল তাঁর। এ কারণে স্বল্প মেয়াদে রাখা হয় তাঁকে। কিন্তু করোনাভাইরাসের কারণে চলতি বছরে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। ফলে নিজ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করতে বাঁধা থাকছে না তাঁর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball