পারি আর না পারি আমি সব সময়ই প্রস্তুতঃ মুস্তাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমানে টেস্ট দলের বিবেচনার বাইরে আছেন মুস্তাফিজুর রহমান। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, আপাতত সাদা বলের জন্য বিবেচনা করা হচ্ছে বাঁহাতি এই পেসারকে।
টেস্ট খেলার স্কিল উন্নতি করতে পারলে তবেই সুযোগ পাবেন সাদা পোশাকে। অবশ্য টেস্ট ফরম্যাটে খেলতে সবসময়ই মুখিয়ে থাকেন মুস্তাফিজ। সম্প্রতি টিভি চ্যানেল এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

মুস্তাফিজ বলেন, `আমার স্কিল আরেকটু বাড়াতে হবে। চেষ্টা করছি কি করলে স্কিল আরেকটু ভালো হবে। নতুন কোচও এসেছে। আমি চেষ্টা করছি যে টেস্ট কিভাবে খেলা যায়। আমাকে যে জায়গায় দেবেন আমি সব সময়ই প্রস্তুত। পারি আর না পারি।'
লাল বলে মুস্তাফিজ সর্বশেষ খেলেছেন গত মার্চ মাসেে, নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনে। গত অক্টোবরে ভারত সফরে টেস্ট স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।
পরবর্তীতে জায়গা হারান স্কোয়াড থেকেই, সুযোগ পাননি পাকিস্তান সফরের দলেও। যদিও বাঁহাতি এই পেসারকে রাখা হয় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে। সেই ম্যাচেও অবশ্য সাইড বেঞ্চে কাটাতে হয় তাঁকে। সেসময় কোচ ডমিঙ্গো জানিয়েছিলেন টেস্টে ফিরতে হলে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি করতে হবে মুস্তাফিজকে, বিশেষ করে টেকনিক্যাল দিক দিয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো মুস্তাফিজ প্রসঙ্গে বলেছিলেন, 'আমি জানি, মুস্তাফিজের কিছু ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। আমার মনে হয় না মুস্তাফিজ টেস্ট খেলতে প্রস্তুত, যতদিন না সে টেকনিক্যাল কিছু কাজ করছে, যাতে সে ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে ঢোকাতে পারে।'