promotional_ad

তামিম নয়, মূল আহ্বায়ক ছিলেন মাশরাফি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ৩০ লক্ষ ১৫ হাজার টাকা দান করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররাও সামিল হয়েছেন এই মহৎ উদ্যোগে। 


জাতীয় দলের ওপেনার এবং কিছুদিন আগে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া তামিম ইকবালের আহ্বানেই মূলত করোনা মোকাবেলায় এগিয়ে এসেছেন ২৭ জন ক্রিকেটার। যদিও পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।



promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে ইস্তফা দেয়া মাশরাফি ফোন করে তামিমকে জানান ফান্ড সংগ্রহ করতে। এরপরই তামিম বাকিদের সঙ্গে আলাপ করে মহতী এই উদ্যোগ হাতে নেন। একাত্তর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ানডে দলপতি এমনটাই জানিয়েছেন। 


তামিম বলেছেন, 'মাশরাফি আমাকে ফোন করে বলেছিলেন এই জিনিসটা করতে এবং এই জিনিসটা করলে ভালো হবে। তিনি বলেছেন, তুই এখন ক্যাপ্টেন। ক্যাপ্টেনের মতো সবাইকে (দলের বাকিদের) বল ফান্ড দেবে কি না। এভাবেই এই ব্যাপারটি শুরু হয়েছে। আর সত্যি কথা তিন অধিনায়ক- মুমিনুল, রিয়াদ ভাই এবং মুশফিক আছে এরা খুবই সাহায্য করেছে এই ব্যাপারে।'


কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আয় খুব বেশি না হলেও বৈশ্বিক এই সঙ্কটে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারাও। বেতনের অর্ধেক টাকা দান করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি এই ক্রিকেটাররা। এই বিষয়টিই তামিমকে আপ্লুত করছে। 



জাতীয় দলের ওপেনার বলেন, 'আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে এখানে কিন্তু চুক্তির বাইরেও অনেক খেলোয়াড় আছে। আবার এমনও অনেক ক্রিকেটার আছে যারা অর্থনৈতিক দিক থেকে তেমন শক্তিশালী না। ওরা হয়তো জাতীয় দলে খেলেনি, কিন্তু স্কোয়াডে ছিল। ওরা পর্যন্ত একটা বড় অঙ্ক দান করেছে। আর একটা মিনিটের জন্য ভাই দিব, চিন্তা করি এমন কিছু করেনি। একবার বলাতে এবং খুশি মনেই ওরা দান করার জন্য তৈরি ছিল।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball