নার্স-চিকিৎসকদের পাশে দাঁড়ালেন বোপারা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মরণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। হাজার চেষ্টা করে কিছুতেই যেন থামানো যাচ্ছে না এটিকে। উদ্ভূত এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন অনেক তারকা ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারাও।
করোনাভাইরাসের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছেন বোপারা। ইংল্যান্ডে অবস্থিত বোপারার খাবারের দোকান স্যামস কিচেন থেকে যেকোনো সময় খাবার সরবরাহ করা হচ্ছে নার্স এবং চিকিৎসকদের।

এক টুইট বার্তায় চিকিৎসক এবং নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইংলিশ অলরাউন্ডার লিখেছেন, ‘প্রিয় এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস) কর্মীরা, এই জরুরি সময়ে যে কঠোর পরিশ্রম করছেন আপনারা, আমার দোকানের মুরগি আপনাদের জন্য রইল।’
বোপারার পাশাপাশি স্যামস কিচেনও তাদের টুইটার পেইজে একটি বার্তা দিয়েছে। চিকিৎসক-নার্সদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তারা লিখেছে, ‘এই চ্যালেঞ্জিং সময়টাতে এনএইচএসে কর্তব্যরত আমাদের হিরোদের পাশে দাঁড়ানোর জন্য স্যামস চিকেনের পক্ষ থেকে সম্ভাব্য সবকিছু করা হবে। স্যামস চিকেনের সব শাখায় এনএইচএস কর্মীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করবো আমরা।’
সারাবিশ্বের মতো ইংল্যান্ডেও করোনাভাইরাসের বিস্তার ঘটছে দিনের পর দিন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ২৬৯ জন। যেখানে মৃত্যুবরণ করেছেন ১৪৪ জন।