প্রধান চিকিৎসকশূন্য বিসিবি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অস্ট্রেলিয়া থেকে অস্ত্রোপচার শেষে গত দুদিন আগেই দেশে ফিরেছেন সাদমান ইসলাম এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। এই দুজনের সঙ্গে অস্ট্রেলিয়ায় ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
দেশে ফিরে তিনজনই এখন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন। করোনাভাইরাসের সংক্রামণের কারণে প্রত্যেক বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার।

দেবাশিষ না থাকায় এখন প্রধান চিকিৎসকশূন্য হয়ে পড়েছে বিসিবি। এর আগে ডাঃ মনিরুল আমিন বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। তবে ২০১৭ সালে মনিরুল মৃত্যুবরণ করলে প্রধান হিসেবে নিয়োগ পান দেবাশিষ।
২০১০ সালে বিসিবির মেডিকেল বিভাগে ক্রীড়া চিকিৎসক হিসেবে যোগ দেওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনিরুল বিসিবির মেডিক্যাল বিভাগের সঙ্গে ছিলেন।
করোনাভাইরাসের বিস্তারের কারণে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরণের ক্রিকেট স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে বিসিবিতে প্রধান চিকিৎসক না থাকা ক্রিকেটারদের জন্যই বড় হুমকি।