করোনা মোকাবেলায় বিসিবির নতুন পদক্ষেপ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস মোকাবেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর চন্দন কুমার রায় আসবেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
এরপর মিরপুরের অ্যাকাডেমি কনফারেন্স রুমে ক্রিকেটার এবং বিসিবি কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধের ব্যাপারে আলোচনা করবেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের প্রথম সারির একটি দৈনিককে দেবাশিষ বলেন, 'আমরা মেডিকেল বিভাগের পক্ষ থেকে একজন ভাইরাস বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইরোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর চন্দন কুমার। শনিবার মিরপুর শেরেবাংলা মাঠের বিসিবির অফিসে আসবে তিনি। এরপর একাডেমির কনফারেন্স রুমে এখানে যারা কর্মরত আছেন তাদের করোনা প্রতিরোধে নিদের্শনা দেবেন। এছাড়াও এই ভাইরাস কীভাবে ছড়ায়, বাঁচার উপায় নিয়ে কথা বলবেন।’
অবশ্য শুধু ক্রিকেটার এবং বিসিবি কর্মকর্তারাই নয়, মাঠ কর্মী এবং সাংবাদিকদের জন্যও ব্যবস্থা রাখা হবে বলে জানান দেবাশিষ। মাঠ কর্মীদের অনেকেই শিক্ষিত না হওয়ায় তাদের সচেতনতা বৃদ্ধি করা বেশি জরুরী, বলে বিশ্বাস করেন বিসিবির এই চিকিৎসক।
দেবাশিষের ভাষ্যমতে, ‘আমরা ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবো??? তবে আমরা মাঠে যারা কাজ করে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা রাখবো একটি সেশনের। কারণ তাদের অনেকেই শিক্ষিত নয়। বুঝেও কম, তাই ওরাই বেশি ঝুঁকির মধ্যে যে কারণে ওদের জন্য একটি আলাদা সেশন থাকবে। উপস্থিত থাকতে পারে যারা ক্রিকেট সাংবাদিক তারাও। এই বিষয়টি সবার জন্য গুরুত্বপূর্ণ। তবে খেয়াল রাখা হবে যেন বেশি লোক সমাগম না হয়। বেশি লোক মানেই সমস্যা।’