আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে মুখ খুললেন ভিলিয়ার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি। অন্যদের মুখে ভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে না না কিছু শোনা গেলেও এই বিষয়ে নিরব ছিলেন ভিলিয়ার্স।
অবশেষে মুখ খুলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান জানিয়েছেন, আপাতত তাঁর নজর আন্তর্জাতিক ক্রিকেটে। এই টি-টোয়েন্টি আসরের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে ভাবতে চান তিনি।

এ প্রসঙ্গে ভিলিয়ার্স বলেছেন, 'অপেক্ষা করা যাক এবং দেখা যাক কি হয়। এই মুহূর্তে আমার মনোযোগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবং রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সাহায্য করতে হবে সামর্থ্যের পুরোটা দিয়ে। এরপর আমরা বসবো এবং এরপর এই বছরটা দেখবো। কি করা সম্ভব হয় দেখতে হবে।'
গত বছর বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে চেয়েছিলেন ভিলিয়ার্স। যদিও টিম ম্যানেজমেন্টের তাঁকে দলে নিতে চাননি। এর ফলে ভিলিয়ার্সের সেই ইচ্ছে অপূর্ণই থেকে যায়।
চলতি বছরের শুরুতেই প্রোটিয়াদের কোচের দায়িত্ব পেয়েছেন মার্ক বাউচার। এই কোচই ভিলিয়ার্সকে জাতীয় দলে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন। ভিলিয়ার্স জানিয়েছেন ফেরার সিদ্ধান্তটি তাঁর নিজেরই।
ভিলিয়ার্স বলেছেন, 'প্রত্যেক খেলোয়াড়কে তার নিজের পরিস্থিতি বিবেচনা করতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিতে হবে। আমি এমন একটি জায়গায় পৌঁছেছি যেখানে আমি আমার স্ত্রী এবং দুই তরুণ পুত্রের সঙ্গে ক্রিকেটের সামঞ্জস্য আনতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না।'