ধোনিকে কোথায় জায়গা দিবেন, প্রশ্ন শেহবাগের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
ইংল্যান্ড বিশ্বকাপের পর ভারতের হয়ে মাঠে নামা হয়নি মহেন্দ্র সিং ধোনির। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবচেয়ে ছোট ফরম্যাটে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক থাকছেন কিনা সেটা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না।
অনেকেই বলেছিলেন আইপিএলে ধোনির পারফরম্যান্স পাল্টে দিতে পারে সব হিসেব-নিকেশ। কিন্তু সেটাও হয়তো শেষ পর্যন্ত হবে না। করোনাভাইরাসের কারণে আপাতত পিছিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্টটিকে। বাতিলও হতে পারে শেষ মুহূর্তে।

এমন অবস্থায় দলে ফিরতে মাঠের লড়াইয়ে নিজেকে প্রমাণের শেষ সুযোগটাও হয়তো পাবেন না উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এসবের মাঝে ভারতের সাবেক অধিনায়ক বীরেন্দ্র শেহবাগ প্রশ্ন তুলেছেন, ধোনির জায়গা নিয়ে।
সাম্প্রতিক সময়ে উইকেটের পেছনে ভালো ফর্মে আছেন লোকেশ রাহুল। ব্যাটিংয়েও তাঁর ফর্ম দারুণ। আরেক উইকেটরক্ষক ঋশভ পান্তকে নিয়েও পরিষ্কার চিন্তা ভাবনা বিসিসিআইয়ের।
এমন অবস্থায় ধোনিকে কোথায় বা কার জায়গায় দলে নেবে এই প্রশ্ন তুলে শেহবাগ বলেছেন, `তাকে কোথায় জায়গা দেবে? রাহুল এবং পান্ত খুব ভালো ফর্মে আছে। আমার মনে হয় বোর্ড এই দুজনের ওপরেই আস্থা রাখবে। ধোনির মাঠে ফেরা কঠিন হয়ে যাবে।'
ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অধীনে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। কিন্তু ক্যারিয়ারের শেষ ভাগে এসে দলে জায়গা পেতে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে।