শঙ্কায় বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজও

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। এরই ধারাবাহিকতায় এবার আয়ারল্যান্ড সফরও স্থগিত করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটাই নিশ্চিত করেছেন। 


আগামী মে মাসেে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। বেলফাস্টে ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ডের মাটিতে চারটি টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। কিন্তু ইংল্যান্ডের সার্বিক পরিস্থিতি (করোনা) বিবেচনায় সিরিজ দুটি নিয়ে নতুন করে ভাবছে বিসিবি। 


promotional_ad

এই প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘আমি শুরুতেই বলেছি আমরা কোনোভাবেই ক্রিকেটারদের বিপদে ফেলার সিদ্ধান্ত নেবো  না। প্রয়োজন হলে আয়াল্যান্ড সফর নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। এই সমস্যা শুধু আমাদের নয়, গোটা বিশ্বের। তাই পরিস্থিতি বুঝেই আমরা যেকোনো কিছু করতে প্রস্তুত আছি।’


শুধু আয়ারল্যান্ড সফরই নয়, ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে যেকোনো সিরিজ বাতিল কিংবা স্থগিত করতে প্রস্তুত বিসিবি বলে জানান আকরাম। ক্রিকেটারদের জীবন নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেয়া হবে না বলেও নিশ্চিত করেন সাবেক এই অধিনায়ক।


আকরামের ভাষায়,‘ দেখুন, এরই মধ্??ে পাকিস্তান সফর স্থগিত হয়েছে। ঘরোয়া ক্রিকেটও বন্ধ রাখা হয়েছে। আশা করছি, দ্রুতই গোটা বিশ্ব এ ভয়াবহ বিপদ থেকে রক্ষা পাবে। তবে পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন আমরা সামনে যেকোনো সিরিজ স্থগিত করতে প্রস্তুত। কারণ এটাই ক্রিকেটারদের নিরাপত্তা। আমরা তাদের কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে চাই না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball