খেলা দ্রুতই মাঠে ফিরবে, প্রত্যাশা সুজনের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাস আতঙ্কে স্থগিত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ড থেকে প্রিমিয়ার লিগ চালু হওয়ার সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। মাঠে দ্রুত খেলা হোক, এমনটাই প্রত্যাশা আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের।
মঙ্গলবার মিডিয়াকে সুজন বলেন, 'কাল আমাদের খেলা ছিল। সেটা হবে না। আমরা খেলতে চাই। ছেলেদের সঙ্গে আমি কথা বলেছি। সবাই খেলতে চায়। এটা খেলার সিজন।

পরে তো বৃষ্টি হবে। কষ্ট হবে খেলতে। আশা করি সব ঠিক হয়ে যাবে। আর করোনাভাইরাসের যে ভয়াবহতা চলছে, সেটা থেকে সবাই মুক্তি পাবে, এটাই আশা করছি। সব স্বাভাবিক হয়ে আসবে, খেলা মাঠে ফিরবে এটাই আশা করি।'
সারা বিশ্ব করোনায় থেমে থাকলেও সরকারি নির্দেশনা মেনে মাঠে খেলা গড়ানোর পক্ষে সাবেক এই অধিনায়ক।
সুজন আরও বলেন, 'ক্রিকেট তো স্পর্শ করে খেলতে হয় না। আপনার ছোঁয়ায় ক্ষতিগ্রস্ত হবে এমন কিছু না। আর বর্তমান প্রিমিয়ার লিগে মানুষও হয় না। গুঁটি কয়েক মানুষ আসে, একশ দেড়শ মানুষ আসে।
ওরা অনেক দূরে, গ্যলারিতে, প্লেয়ারদের কাছে তো আর আসতে পারে না। সেরকমভাবে আমরা যদি ব্যবস্থা করি বা সরকার থেকে অনুমতি পাই, তাহলে শুরু করা উচিত, আমি মনে করি।'