কোয়ারেন্টাইনে ধাওয়ান

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
জার্মানি থেকে দিল্লিতে ফিরেছেন শিখর ধাওয়ান। ভারতের মাটিতে পা রাখার পরই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ভারতের এই ওপেনারকে। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুকে এমন একটি ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান।
সেখানে করোনাভাইরাস থেকে মানুষকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। ভারতের কোয়ারেন্টাইন ব্যবস্থা বেশ উন্নত এমনটাও বলেছেন ৩৪ বছর বয়সী এ তারকা ক্রিকেটার।

ইউরোপে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশেষ করে ইতালি এবং স্পেনের মানুষরা বেশ কষ্টে এবং উৎকণ্ঠায় দিন পার করছেন।
জার্মানিতেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। ভারতে এখন পর্যন্ত ৮০ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। একারণে অবশ্য নানান পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। ১৫ই এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভারতে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে তারা।
এদিকে দেশটির ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই সব ধরনের খেলাধুলা স্থগিত করেছে। তাদের দেখাদেখি ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাও যাবতীয় ক্রিকেটীয় আসর স্থগিত করেছে।