করোনা আতঙ্কের মাঝেই পিএসএলে খেলবেন রাজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের সংক্রামণের কারণে সংক্ষিপ্ত করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি। এরই মধ্যে পাকিস্তান ছাড়তে শুরু করেছেন বিদেশি তারকা খেলোয়াড়রা। সেই শূন্যতা পূরণে এবার সিকান্দার রাজাকে দলে ভেড়ালো পেশোয়ার জালমি।
করোনাভাইরাসের আতঙ্কে এরই মধ্যে জালমি ছেড়েছেন টম বেনটন, কার্লোস ব্র্যাথওয়েট, লিয়াম ডসন, লুইস গ্রেগরি এবং লিয়াম লিভিংস্টোন। এই ক্রিকেটারদের শূন্যতা পূরণ করতেই এবার নতুন ক্রিকেটার দলে ভেড়াচ্ছে জালমি।

সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসাবে পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুলতান সুলতান্সের বিপক্ষে মঙ্গলবার লাহোরে পিএসএল সেমিফাইনাল খেলবেন তিনি।
লাহোরের গাদ্দাফি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। করোনাভাইরাসের সংক্রামণের ফলে জালমি তাঁদের প্রধান কোচ জেমস ফস্টারকেও পাচ্ছে না। ফলে আসরের মাঝ পথে বড় বিপদে পড়ে গেছে দলটি।
রাজার আগমনে শক্তিশালী স্কোয়াড নিয়ে মুলতান সুলতান্সের বিপক্ষে সেমি-ফাইনালে লড়াই করতে আশাবদী জালমি। এই টি-টোয়েন্টি আসরের আরেক সেমি-ফাইনালে লাহোর কালান্দার্সের বিপক্ষে মঙ্গলবার একই মাঠে মুখোমুখি হবে করাচি কিংস।