নাহিদুলের অলরাউন্ড নৈপুণ্যে জিতল প্রাইম ব্যাংক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৯ রানের ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুভ সূচনা করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৫৩ রান এবং বল হাতে ২ উইকেট নিয়েছেন নাহিদুল।
এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫১ রান করে। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান।
এ ছাড়া ৪৯ রান করেছেন ওপেনার সৌম্য সরকার। ৩১ রান এসেছে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে। প্রাইম ব্যাংকের হয়ে মুস্তাফিজুর রহমান এবং নাহিদুল নিয়েছেন ২টি করে উইকেট।

এর আগে, এই ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। যদিও ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাঁদের। রানের খাতা খোলার আগেই এনামুল হক বিজয়কে সাজঘরে ফিরিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার হাসান মুরাদ।
এরপর দলটির ব্যাটিংয়ে হাল ধরেন তামিম ইকবাল এবং রনি তালুকদার। তামিম ১৯ রান করে নাসুম আহমেদের শিকার হয়েছেন। এরপর ৫ রান করা রকিবুল হাসানকেও ফিরিয়েছেন নাসুম। চতুর্থ উইকেটে রনিকে নিয়ে দারুণ খেলছিলেন মোহাম্মদ মিঠুন।
ব্যক্তিগত ২৭ রানে তাঁকে আউট করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৯ রান করা রনিকেও বোল্ড করে ফেরান গাজীর অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৭ রান করা অলক কাপালি মাহমুদউল্লাহর তৃতীয় শিকার হয়েছেন মেহেদী হাসানকে ক্যাচ দিয়ে।
এরপর সপ্তম উইকেটে দারুণ এক জুটি গড়ে প্রাইম ব্যাংকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন নাহিদুল ইসলাম এবং নাঈম হাসান। নাহিদুল ৩টি করে ছক্কা এবং চারে ৪৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ৬টি চারে ৩৬ বলে ৪৬ রান করেন নাঈম।
সংক্ষিপ্ত স্কোরঃ
প্রাইম ব্যাংকঃ ২৫১/৬ (৫০ ওভার) (রনি ৭৯, নাহিদুল ৫৩*, নাঈম ৪৬*; মাহমুদউল্লাহ ৩/৫৩)
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ ২৪২/৯ (৫০ ওভার) (মেহেদী ৫৬*, মাহমুদউল্লাহ ৩২, সৌম্য ৪৯; মুস্তাফিজ ২/৪২, নাহিদুল ২/৩০)