প্রিমিয়ার লিগ স্থগিতের সিদ্ধান্ত আলোচনার টেবিলে
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ না হলেও মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। যদিও করোনাভাইরাস আতঙ্কের মধ্যে আছে সেটিও। এবার জমজমাট আসরটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া যায় কিনা তা নিয়ে প্রিমিয়ার লিগের ক্রিকেটার এবং ক্লাব মালিকদের সঙ্গে আলোচনায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, 'আমরা এর সাথে প্রাসঙ্গিক যারা আছে, তাদের সাথে কথা বলব। বিশেষ করে ক্রিকেটার এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর মালিক। তাদের মতামত নিয়ে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।'

প্রিমিয়ার লিগ পরিচালনার জন্য আসরটির আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) ইতোমধ্যেই কিছু দিক নির্দেশনা দিয়েছে বিসিবি। মাঠে দর্শকের উপস্থিতি কমিয়ে রাখা থেকে শুরু করে ক্রিকেটারদের হাত না মেলানোর বিষয়টিও সিসিডিএমের কাছে নির্দেশনা দেয় বিসিবি।
যদিও এতে সমস্যার সমাধান দেখা যাচ্ছে না। প্রিমিয়ার লিগ দেখতে যাচ্ছে না সাধারণ দর্শক। এদিকে সোমবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ থেকে আটে পৌঁছেছে।
নিজামউদ্দীন আরও বলেন, 'বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে অবস্থা, আমাদের সভাপতি আগেই বলেছেন যে সরকার যে নির্দেশনা দেবে আমরা সেটা অনুসরণ করব। এই সময় যে মেডিক্যাল বা অন্যান্য পরামর্শ আসছে এটার ওপর ভিত্তি করে আমরা টুর্নামেন্টের আয়োজককে নির্দেশনা দিয়েছি।
সেভাবে খেলাগুলো চালানো হচ্ছে। এর বাইরে যেটা হচ্ছে যে দর্শক সমাগম হচ্ছে না। তাৎক্ষণিক যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে আমরা দর্শক সেভাবে চাইনি। এখন পর্যন্ত সেভাবেই হচ্ছে। আসলে শুধু ক্রিকেট নয়, আরও কিছু জিনিস থেমে গেছে। অনিশ্চয়তা চলে এসেছে।'