মাহমুদুলের ব্যাটে মোহামেডানের মাঝারি পুঁজি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লার খান সাহেব আলী ওসমান আলী স্টেডিয়ামে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৫৭ রান করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
টস জিতে ব্যাটিংয়ে নামা মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন মাহমুদুল হাসান লিমন। ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কার মার।

ইরফান শুক্কুর ৪৬ ও ওপেনার আব্দুল মজিদ করেন ৪২ রান। এছাড়া অভিষেক মিত্র ও শামসুর রহমান শুভর ব্যাটে আসে যথাক্রমে ২৯ ও ২৫ রান। শেষদিকে শুভাগত হোম করেন ২৫ বলে ৩১ রান।
তারুণ্যনির্ভর দল শাইনপুকুরের হয়ে দুটি করে উইকেট নেন মোহর শেখ ও তানভির ইসলাম। এছাড়া একটি করে উইকেট নেন রবিউল হক ও হাসান মুরাদ।
সংক্ষিপ্ত স্কোরঃ
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ ২৫৭/৮ (৫০ ওভার)
(মাহমুদুল ৫৮, ইরফান ৪৬; তানভির ২/৪৪)