promotional_ad

হাফ ছেড়ে বাঁচলেন জো রুট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৯ মার্চ শ্রীলঙ্কার গলে দুটি টেস্ট খেলার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু মরণঘাতী করোনাভাইরাসের কারণে এই সফরটি বাতিল করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 


সফরটি বাতিল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। ইসিবির এই সিদ্ধান্তকে সঠিক এবং উপযুক্ত হিসেবে মনে করেন তিনি। নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে এখন আর খেলোয়াড়দের বাঁধা নেই বলে উল্লেখ করেন রুট।



promotional_ad

ইংল্যান্ডের টেস্ট দলপতি বলেন, ‘এটা সঠিক একটা সিদ্ধান্ত এবং আমাদের জন্যও এটি স্বস্তিরও একটা বিষয়। আপনারা জানেন খেলোয়াড়দের মন অন্য জায়গায় এবং তাঁরা বাড়ি ফিরতে উদগ্রীব হয়ে আছে। এখন আমরা নিজ নিজ পরিবার এবং পরিজনের কাছে ফিরে যেতে পারি।' 


ইংল্যান্ডের ড্রেসিংরুমেও মূল আলোচনার বিষয় করোনাভাইরাস। রুটের মতে করোনা আতঙ্ক মানুষের ক্রিকেট প্রেমকেও ছাপিয়ে গেছে। এমতাবস্থায় পরিবার এবং বন্ধুদের কাছ থেকে খেলোয়াড়দের দূরে সরে থাকাটা কঠিন বলে জানান তিনি।


রুট বলেন, ‘ড্রেসিংরুমে স্বাভাবিকভাবেই করোনা নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং এটি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা ক্রিকেটকে ছাপিয়ে গেছে। এই পরিস্থিতিতে আপনি আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের সম্পর্কে অবশ্যই ভাববেন যাঁরা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন। এই মুহূর্তে পরিবারের থেকে দূরে সরে থাকাটা কঠিন।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball