পাকিস্তান সফর নিয়ে সন্দিহান পাপন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী মাসে একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু মরণঘাতী করোনা ভাইরাসের কারণে সফরটি এখন বাতিল হওয়ার পথে।
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এই ব্যাপারে চূড়ান্ত আলাপ হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও এই সফরটি নিয়ে সন্দিহান। তাঁর মতে সফরটি শেষ পর্যন্ত বাতিল না হলেও ক্রিকেটারদের অনেকেই যেতে পারবেন না পারিবারিক বাঁধার কারণে।

এই প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, 'বিসিবির সঙ্গে কথা হচ্ছে ওদের (পিসিবি)। আমরা যেটা এখন পর্যন্ত যেটা দেখতে পারছি যে পারিবারিক বাঁধা আসছে যেভাবে চতুর্দিক থেকে তাতে করে সফরটি নিয়ে অনিশ্চয়তা আছে। এটা এখনও প্রক্রিয়াধীন আছে, আমার ধারণা দুই এক দিনের মধ্যে আমরা আপনাদের বলতে পারবো যে কি হচ্ছে। তবে সবজায়গায় পারিবারিক বাঁধা যেভাবে আসছে এতে খুবই কঠিন সফর করা।'
করোনার আতঙ্কে এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, বাইরের দেশে খেলতে গেলে ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।পাকিস্তান সফরে গেলে এই পরিস্থিতিতে পড়তে হতে পারে বাংলাদেশ দলকেও।
বিসিবি প্রধান এই প্রসঙ্গে বলেন, 'এই যে দেখুন শ্রীলঙ্কা ভারতে যেটা করেছে। বাইরের থেকে গেলে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে ক্রিকেটারদের। আমাদের ক্রিকেটারদের যদি কোয়ারেন্টাইনে থাকতে হয় তাহলে সেটা তো কঠিন পরিস্থিতি হবে।'