promotional_ad

দর্শকহীন মাঠে খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


করোনাভাইরাস বিশ্বে মহামারি হয়ে ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। ইতোমধ্যে ভারতের সরকার নির্দেশ দিয়েছে সব ধরণের আন্তর্জাতিক ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের জন্য।


করোনার সংক্রমণ ঠেকাতেই এ্মন সিদ্ধান্ত জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা রয়টার্স। এই সিদ্ধান্তের ফলে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ দর্শকহীন মাঠে আয়োজন করা হবে।



promotional_ad

সিরিজের প্রথম ম্যাচে দর্শক সমাগম থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। এদিকে ভারতের সরকার ১৫ এপ্রিল পর্যন্ত প্রায় সব ধরনের ভিসা দেওয়া বাতিল করেছে।


ভারতে ক্রমের মহামারির আকার ধারণ করছে করোনা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৬৮জন। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা লক্ষ্ণৌ ও কলকাতায়।


এরই মধ্যে দুটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ‘জনসমাগম এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ ভারতের ক্রীড়া সচিব আরএস ঝুলানিয়া এ প্রসঙ্গে বলেন, ‘ম্যাচগুলো দর্শক ছাড়াও অনুষ্ঠিত হতে পারে। খেলাধুলা হয়তো ঠিক সময়মতোই মাঠে গড়াবে তবে সাধারণ মানুষের সমাগম এড়ানোর নির্দেশ রয়েছে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball