দর্শকহীন মাঠে খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস বিশ্বে মহামারি হয়ে ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। ইতোমধ্যে ভারতের সরকার নির্দেশ দিয়েছে সব ধরণের আন্তর্জাতিক ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের জন্য।
করোনার সংক্রমণ ঠেকাতেই এ্মন সিদ্ধান্ত জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা রয়টার্স। এই সিদ্ধান্তের ফলে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ দর্শকহীন মাঠে আয়োজন করা হবে।

সিরিজের প্রথম ম্যাচে দর্শক সমাগম থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। এদিকে ভারতের সরকার ১৫ এপ্রিল পর্যন্ত প্রায় সব ধরনের ভিসা দেওয়া বাতিল করেছে।
ভারতে ক্রমের মহামারির আকার ধারণ করছে করোনা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৬৮জন। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা লক্ষ্ণৌ ও কলকাতায়।
এরই মধ্যে দুটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ‘জনসমাগম এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ ভারতের ক্রীড়া সচিব আরএস ঝুলানিয়া এ প্রসঙ্গে বলেন, ‘ম্যাচগুলো দর্শক ছাড়াও অনুষ্ঠিত হতে পারে। খেলাধুলা হয়তো ঠিক সময়মতোই মাঠে গড়াবে তবে সাধারণ মানুষের সমাগম এড়ানোর নির্দেশ রয়েছে।’