ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার শঙ্কা আগে থেকেই ছিল। বৃষ্টি উপেক্ষা করেই মাঠে ভিড় করেছিলেন দর্শকরা। যদিও তাঁদের হতাশা নিয়েই ফিরতে হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। স্থানীয় সময় দুপুর দেড়টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টানা দুদিনের বৃষ্টির কারণে ম্যাচ ডেতে মাঠের কভারই সরানো যায়নি।

এরপর বিকেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। করোনাভাইরাসের আক্রমণের ফলে ভারতের সব আন্তর্জাতিক ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।
ফলে বৃহস্পতিবারের ম্যাচটিই ছিল দর্শকদের মাঠ থেকে খেলা দেখার শেষ সুযোগ। বৃষ্টির কারণে সেই সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন ভারতের দর্শকরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভরাডুবি হয়েছে ভারতের।
সেই সিরিজ হারের ক্ষত এখনও শুকায়নি বিরাট কোহলিদের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সেই হারের স্মৃতি থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। প্রথম ম্যাচই পরিত্যক্ত হয়ে যাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দিকে তাকিয়ে থাকবে দুই দল।