সানরাইজার্সে বাংলাদেশ জাতীয় দলের টিম বয় বুলবুল
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাঠে নিজেদের পারফরম্যান্স দিয়ে নিয়মিতই পাদপ্রদীপের আলোয় উঠে আসেন জাতীয় দলের ব্যাটসম্যানরা। তবে তামিম ইকবাল কিংবা মাহমুদউল্লাহ রিয়াদদের মতো দেশ সেরা পারফর্মারদের উঠে আসার পেছনে যাদের অবদান তাঁরা সর্বদাই রয়ে যায় পর্দার আড়ালেই। তেমনই একজন মানুষের নাম বুলবুল।
জাতীয় দলের এই থ্রোয়ার এবার সুযোগ পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। নেটে থ্রোয়ার হিসেবে সানরারাইজার্স হায়দরাবাদের সঙ্গে কাজ করবেন বুলবুল। এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্তে আলাপ করেন তিনি।

আইপিএলে সুযোগ পাওয়ার পেছনে বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনকে কৃতিত্ব দিয়েছেন সেন্টু। মূলত তাঁর সুপারিশেই আইপিএলে ডাক পেয়েছেন তিনি।
বুলবুল বলেন, "আমি সবার আগে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। উনি আমাকে একটি সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি শ্রী ভাই আছে, আরও অনেক ভাই আছে যারা আমাকে সহযোগিতা করেছে। সবার কাছে আমি দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন যেন আমি সেরাটা দিতে পারি।
শ্রী ভাই আমার একটা ভিডিও করে নিয়েছেন। হায়দরাবাদ দল থেকে সেটা পছন্দ করে নিয়েছে। সবকিছু শ্রী ভাই-ই করেছে। উনার কথা বললাম কারণ উনি ছোটোবেলা থেকেই আমাকে সহযোগিতা করছেন। হায়দরাবাদে সাইড আর্ম থ্রোয়ার হিশেবে কাজ করব। আমি আমার সেরাটা দিয়ে কাজ করব।"
২৩ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতের উদ্দেশে রওনা দেবেন বুলবুল। সাধারণ দর্শক তাঁকে না চিনলেও জাতীয় দলের ক্রিকেটারদের কাছে যথেষ্ট সমাদৃত তিনি। কারণ নেটে ব্যাটসম্যানদের অনুশীলনের সময় বড় ভূমিকা রাখেন বুলবুল।