বিপ্লবের জোড়া উইকেটে চাপে জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট |
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২০০/৩ (২০ ওভার) (তামিম ৪১, লিটন ৫৯, সৌম্য ৬২*, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ১৪*; মাধেভেরে ১/১৫, রাজা ১/৩১)
জিম্বাবুয়েঃ ৭৬/৫ (১০.২ ওভার)

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। লিটন দাস এবং সৌম্য সরকারের জোড়া হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান করেছে বাংলাদেশ। জবাবে ব্যাট করছে জিম্বাবুয়ে।
টাইগার বোলারদের তোপে বিপর্যয়ে জিম্বাবুয়েঃ
জিম্বাবুয়ের তরুণ ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে ৪ রান করে রান আউট হয়ে ফিরেছেন। এরপর জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যানকে পরপর দুই বলে ফিরিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব।
এই লেগ স্পিনারের বলে টিনাশে কামুনহুকামউই ২৮ রান করেন লিটনের হাতে। পরের বলে শন উইলিয়ামস ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন সৌম্যর হাতে। উইলিয়ামসের ব্যাট থেকে আসে ২০ রান।
২ উইকেট নেই জিম্বাবুয়েরঃ
বাংলাদেশের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানেই ব্র্যান্ডন টেলরের (১) উইকেট হারায় জিম্বাবুয়ে। এই ওপেনারকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে আউট করেছেন শফিউল ইসলাম। এরপর দলীয় ৩০ রানে ৮ রান করা ক্রেইগ আরভিনকে এলবিডব্লিউ করে ফেরান মুস্তাফিজুর রহমান।