promotional_ad

জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের বিশাল পুঁজি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। লিটন দাস এবং সৌম্য সরকারেরঙ্ঘাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান করেছে বাংলাদেশ।


এই ম্যাচে টস হারলেও ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে হতাশ করেননি দুই ওপেনার লিটন দাস এবং তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের ফর্ম দেখা গেছে টি-টোয়েন্টিতেও। দুজন মিলে প্রতিপক্ষ বোলারদের বেধড়ক পিটিয়েছেন শুরু থেকেই।



promotional_ad

দুজনের ব্যাটে পাওয়ার প্লে'তে বাংলাদেশ পুঁজি পায় ৫৯ রান। ১০ রান রেটে ওভার প্রতি রান তুললেও ইনিংসের ১১তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৪১ রানে ওয়েসলি মাধভেরের বলে সাজঘরে ফেরেন তামিম।


সঙ্গী হারালেও হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তবে ব্যক্তিগত ৫৯ রানে সিকান্দার রাজাকে লাইনের বিপক্ষে খেলতে গিয়ে লেগ বিফরের ফাঁদে পড়েন লিটন। মুশফিকুর রহিম ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি।


তিনি ১৭ রান করে এমপফুর বলে মিড উইকেটে উইলিয়ামসকে ক্যাচ দিয়েছেন। বাকি সময়টা মাহমুদউল্লাহকে নিয়ে নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন সৌম্য। তিনি ৬২ রান করে অপরাজিত ছিলেন। মাহমুদউল্লাহ মাঠ ছেড়েছেন ১৪ রান নিয়ে।



সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ২০০/৩ (২০ ওভার) (তামিম ৪১, লিটন ৫৯, সৌম্য ৬২*, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ১৪*; মাধেভেরে ১/১৫, রাজা ১/৩১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball