দুই ওপেনার ফিরলেও বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।
তামিম-লিটন জুটিঃ
টস হারলেও ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে হতাশ করেননি দুই ওপেনার লিটন দাস এবং তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের ফর্ম দেখা গেছে টি-টোয়েন্টিতেও। দুজন মিলে প্রতিপক্ষ বোলারদের বেধড়ক পিটিয়েছেন শুরু থেকেই। দুজনের ব্যাটে পাওয়ার প্লে'তে বাংলাদেশ পুঁজি পায় ৫৯ রান।

১০ রান রেটে ওভার প্রতি রান তুললেও ইনিংসের ১১তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৪১ রানে ওয়েসলি মাধভেরের বলে সাজঘরে ফেরেন তামিম। সঙ্গী হারালেও হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস।
তবে ব্যক্তিগত ৫৯ রানে সিকান্দার রাজাকে লাইনের বিপক্ষে খেলতে গিয়ে লেগ বিফরের ফাঁদে পড়েন লিটন। দলীয় ১০৬ রানে ২ উইকেট হারালেও এখন ক্রিজে আছেন সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম। ১৪তম ওভারের খেলা চলছে এখন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১১৪/২ (১৩.৪ ওভার)
(সৌম্য ১০, মুশফিক ১*)
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশঃ তিনাশে কামুনহুকামউই, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুটোম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, ক্রিস এমপফু ও কার্ল মুম্বা।