খেলছেন না নাঈম, অভিষেক হলো না নাসুমের
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হচ্ছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস।

একাদশে জায়গা হয়নি নাঈম শেখের। অভিষেক হলো না নাসুম আহমেদের।
টি-টোয়েন্টিতে গত বছরের শেষের দিকে পাকিস্তানের সঙ্গে ২-০ তে সিরিজ হারে মাহমুদউল্লাহ বাহিনী। তার আগে ভারতের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয়ের মুখ দেখে বাংলাদেশী ক্রিকেটাররা। শেষ ৬ ম্যাচের ৫টি তে হেরেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান অবশ্য অন্য কথা বলে। দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে ৭-৪ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এ পরিসংখ্যান নিয়েই সন্ধ্যায় মাঠে নামবে মাহমুদউল্লাহর দল।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশঃ তিনাশে কামুনহুকামউই, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুটোম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, ক্রিস এমপফু ও কার্ল মুম্বা।