টি-টোয়েন্টি সিরিজে অর্ধেকের বেশি টিকিট বিক্রি বন্ধ!
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজে বড় পরিসরে দর্শক সমাগম হয়েছে। বিশেষ করে মাশরাফি বিন মুর্তজার শেষ অধিনায়কত্বের ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়েছে। যদিও টি-টোয়েন্টি সিরিজে দর্শক সমাগম তেমন থাকছে না। কেননা অর্ধেকের বেশি টিকিটই বিক্রি করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সারাবিশ্বের মতো বাংলাদেশেও আছে করোনা ভাইরাসের আতঙ্ক। ইতোমধ্যেই তিনজন রোগীকে সনাক্ত করেছে সংশ্লিষ্টরা। রাজধানী ঢাকায় মানুষের মনে 'করোনা ভীতি' সৃষ্টি হয়েছে এরমধ্যে।

রাস্তাঘাটে মাস্ক পরিহিত লোকের সংখ্যাও বেড়েছে বহুগুণ। সরকারের তরফ থেকে নেয়া হচ্ছে নানান পদক্ষেপ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে উদ্বোধনীর মূল অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি।
লোকসমাগম যেন বেশি না হয় এজন্য বিসিবিও নিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। পাঁচ হাজারের বেশি টিকিট বিক্রি করছে না বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'করোনা ভাইরাস আতঙ্কের জন্য পাঁচ হাজারের বেশি টিকিট আমরা বিক্রি করছি না। যেন লোক সমাগম অনেক বেশি না হয়।'
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রায় ২৫ হাজার দর্শকের ধারণ ক্ষমতাসম্পন্ন। কিন্তু করোনা আতঙ্কে এক একটি টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবেন।