ব্যাটিং অর্ডার বদলানোর পক্ষে নন মাহমুদউল্লাহ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডার পরিবর্তনের পক্ষে নন মাহমুদউল্লাহ রিয়াদ। তরুণ ক্রিকেটারদের নিয়ে ব্যাটিং অর্ডার সাজানোর পক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৯ মার্চ। এই সিরিজে আফিফ হোসেন, নাঈম শেখদের নিয়ে ব্যাটিং অর্ডার সাজাতে চান মাহমুদউল্লাহ।

তিনি বলেন, 'অদল বদল অনেক সময় যদি টিমের প্রয়োজনে হয় হয়তোবা করার প্রয়োজন হতে পারে। অধিনায়ক হিশেবে আমি চাই ব্যাটিং অর্ডার ঠিক থাকুক। নতুন ক্রিকেটারদের অবশ্যই সুযোগ দেয়া উচিৎ। আশা করি আমরা যদি ভালোভাবে গুছাতে চাই ব্যাটিং অর্ডার অবশ্যই ওই ক্রিকেটারদের সুযোগ দেয়া উচিৎ।'
তবে যে যেখানেই ব্যাটিং করুক না কেন, দলের ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বাস ছড়িয়ে দিতে দান মাহমুদউল্লাহ।
তিনি আরও বলেন, "আমি মনে করি, বিশ্বাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ্। যে যেখানেই ব্যাটিং করুক সেটা তিন হোক, চার হোক, পাঁচ হোক, ছয় হোক বা সাত হোক তারা যেন তাদের নির্দিষ্ট ভূমিকা অনুযায়ী ওইভাবে চিন্তা করতে পারে এবং ওইভাবে ব্যাটিং করতে পারে। আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি যে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ভূমিকা সম্পর্কে জানা থাকলে কাজ অনেকটা সহজ হয়।
সাত নম্বরে বা ছয় নম্বরে ব্যাটিং করলে কম সময় পাওয়া যায়। তো বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ছয়-সাতে ব্যাটিং করাটা কঠিন। টপ অর্ডারে কিছুটা সময় পেতে পারেন কিন্তু পাঁচ-ছয়-সাতে সময় ???ম পাওয়া যায়। তো এই জিনিসগুলো বিবেচনা করা হবে, আমার মনে হয় টিম ম্যানেজমেন্টও সমর্থন করবে।"