বোলিং পারফরম্যান্স নিয়ে হতাশ আরভিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ৭ উইকেট হাতে রেখে ২৫ রানে পিছিয়ে থেকে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৭৯ এবং মুশফিকুর রহিম ৩২ রান করে অপরাজিত আছেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন নিজেদের বোলিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারেননি জিম্বাবুয়ের বোলাররা। এটাই তাদের পিছিয়ে দিয়েছে।

এ প্রসঙ্গে আরভিন বলেছেন, 'আজকের বোলিং নিয়ে হতাশ। আমরা ধারাবাহিক ভাবে খুব বেশি নিজেদের কাজটা করতে পারিনি। খুব অল্প সময় আমরা ভালো বোলিং করেছি এবং বেশ কিছু বাউন্ডারি দিয়েছি। এ কারণেই তারা চাপ মুক্ত হয়ে গেছে।'
বাংলাদেশের অপরাজিত দুই ব্যাটমসম্যান মুমিনুল এবং মুশফিককে তৃতীয় দিনের শুরুতেই ফেরাতে চায় বাংলাদেশ। আরভিন জানিয়েছেন, তারা জানেন মুমিনুল-মুশফিক দুজনই লম্বা ইনিংস খেলতে পারেন। তাই ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাদের ফেরাতে চায় জিম্বাবুয়ে।
আরভিন বলেছেন, 'অবশ্যই আমাদের কাল ঘুরে দাঁড়াতে হবে এবং এবং মুশি এবং মুমিনুলের জুটি ভাঙতে হবে। আমরা জানি তারা দুজনই লম্বা সময় ব্যাটিং করতে পারে। তাই তাদের দুজনকেই দ্রুত ফেরাতে হবে।'