শান্ত-মুমিনুলের ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে তিন উইকেটে ২৪০ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক মুমিনুল হক আছেন সেঞ্চুরির কাছাকাছি। এখনও ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে অলআউট হওয়ার পর ওপেন করতে নেমে দুটি চার হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন সাইফ হাসান (৮)। কিন্তু ভিক্টর নায়াউচির বলে উইকেটরক্ষক রেগিস চাকাভাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
সাইফ ফেরার পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন তামিম ইকবাল। দারুণ ছন্দে ব্যাটিংও করছিলেন তিনি। ডোনাল্ড তিরিপানোর বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ওপেনার।

এরপর দলের রানের খাতায় ৭৬ রান যোগ করেন শান্ত ও মুমিনুল। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ব্যক্তিগত ৭১ রানে ফিরে যান শান্ত। তারপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। মুমিনুল হককে সঙ্গ দেন তিনি।
অধিনায়কত্ব পাওয়ার পর প্রথমবারের মতো হাফ সেঞ্চুরির দেখা পান মুমিনুল। দিন শেষে মুমিনুল আছেন ৭৩* রানে, মুশফিক ২৬* রানে।
এর আগে ছয় উইকেটে ২২৮ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে রান বাড়ায় রেগিস চাকাভার ব্যাটে। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান করেন ৩০ রান। শেষ উইকেট হিসেবে মাঠ ছাড়েন তিনি।
বাংলাদেশের হয়ে নাঈম হাসান ও আবু জায়েদ রাহি নিয়েছেন চারটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ২৬৫/১০ (১০৬.৩ ওভার)
(আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; নাঈম ৪/৭০, রাহি ৪/৭১)
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ২৪০/৩ (৭১ ওভার)
(মুমিনুল ৭৩*, শান্ত ৭১, তামিম ৪১; তিরিপানো ১/৪০ )