promotional_ad

আরেকটি প্রথমে তামিম ইকবাল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দেশের ক্রিকেটের অনেক প্রথমের সঙ্গেই জড়িয়ে আছে তামিম ইকবালের নাম। এবার জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে আরেকটি প্রথমে নাম লিখিয়েছেন তিনি। 


দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করেছেন তামিম। এই টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের সংগ্রহ ছিল ১২৯৭৩ রান। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪১ রান করেন তিনি। ফলে ১৩ হাজারি রানের ক্লাবে পা রাখেন দেশ সেরা এই ওপেনার। 



promotional_ad

অবশ্য বাংলাদেশের হয়ে প্রথম হলেও পুরো ক্রিকেট বিশ্বে ৫০তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্???াতিক ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করেছেন তামিম। 


বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব ৩৩৮টি আন্তর্জাতিক ম্যাচে ১১ হাজার ৭৫২ রান সংগ্রহ করেছেন।


এরপর তালিকায় আছেন যথাক্রমে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ আশরাফুল। টেস্ট দলের সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ৩৭০টি আন্তর্জাতিক ম্যাচে ১১ হাজার ৫৭৫ রান করেছেন। 



অপরদিকে মাহমুদউল্লাহ ৩১৯ ম্যাচে ৮ হাজার ২১৯ রান এবং আশরাফুল ২৫৯ ম্যাচে ৬ হাজার ৬৫৫ রান সংগ্রহ করেছেন তিন ফরম্যাট মিলিয়ে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball