প্ল্যান বি কাজে লাগিয়ে সফল আরভিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের পরীক্ষা নেন দুই পেসার আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন।
প্রথম ছয় ওভারে কোনও রান না দিয়ে সফরকারীদের বেশ চাপে ফেলেন বাংলাদেশ দলের দুই পেসার। এরপর অবশ্য ধীরে ধীরে রানের খাতা খুলতে থাকে জিম্বাবুয়ে। ৭ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলার পর দায়িত্বশীল ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে ১০৭ রানের ইনিংসটি খেলতে বেশ গলদঘর্ম হতে হয়েছে তাঁকে।

বাংলাদেশের স্পিনারদের সামলে ব্যাটিং করতে রীতিমত হিমশিম খান আরভিন। তবে এরপরেও যতটা সম্ভব ধৈর্যশীল ব্যাটিং করার চেষ্টা করেন তিনি। অবশ্য শেষ রক্ষা হয়নি তাঁর। দিনের শেষ ওভারে স্পিনার নাঈম হাসানের করা একটি বল স্ট্রেইট ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন আরভিন। ফলে ইনিংস লম্বা করতে ব্যর্থ হন তিনি। যদিও বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে বিকল্প পরিকল্পনা অনুযায়ী খেলে সাফল্য পেয়েছেন জিম্বাবুয়ে দলপতি। সংবাদ সম্মেলনে এমনটাই জানান আরভিন।
এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি রিভার্স সুইপ করতে চেয়েছিলাম। পুরো সুইপ করতে ব্যর্থ হয়েছি। তারা বেশ ধারাবাহিক ছিল নিজেদের জায়গায়। আপনার যদি এক্ষেত্রে প্ল্যান বি না থাকে তাহলে আপনার জন্য দিনটি অনেক দীর্ঘ মনে হবে। আপনার অবশ্যই ব্যাকআপ প্ল্যান রাখতে হবে শট খেলার ক্ষেত্রে। একই সঙ্গে স্ট্রাইক পাওয়া এবং রান করার ব্যাপারে পরিকল্পনা থাকতে হবে।'
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ২২৮ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ৬৮ রান খরচায় ৪উইকেট নিয়ে সফরকারীদের নাস্তানাবুদ করেছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। এছাড়া ৫১ রানে ২ উইকেট নেন পেসার আবু জায়েদ।