মিরপুরের উইকেট দেখে হতবাক আরভিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট দেখে বেশ অবাক হয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। তাঁর মতে ঢাকার উইকেট শুরুতে ব্যাটিং বান্ধব থাকায় রান করা সহজ হয়েছে তাঁর।
মিরপুরের উইকেট থেকে সাধারণত ব্যাটসম্যানরা সুবিধা কম পেলেও কিছুটা ব্যতিক্রম দেখা গেছে টেস্টের প্রথম দিন। শেষের দিকে নাঈম হাসানের বোলিং ঘূর্ণিতে বিপদে পড়লেও দিনের শুরুতে আধিপত্য দেখান জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।

টস জিতে ব্যাট করতে নেমে ৭ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে ফেলার পর ক্রিজে নামেন অধিনায়ক আরভিন। এরপর দারুণ ব্যাটিং করে ১০৭ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি। দিন শেষে উইকেট নিয়ে কিছুটা বিস্ময়ই ঝড়ে পড়েছে জিম্বাবুয়ে দলপতির কণ্ঠে।
সংবাদ সম্মেলনে আরভিন বলেন, 'আমরা বেশ অবাক হয়েছি উইকেট দেখে। উইকেট অসাধারণ ছিল। সাধারণত ঢাকার উইকেট কি ধরণের হবে আপনি আগে থেকে বলতে পারবেন না। আমি মনে করি উইকেট বেশ ভালো ছিল।'
আরভিনের বিশ্বাস নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারায় সাফল্য পেয়েছেন তিনি। তবে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে প্রশংসা করতে ভোলেননি তিনি। আরভিনের ভাষায়, 'আমার মতে উইকেট আমাকে শট খেলতে সাহায্য করেছে। তবে আমি সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছি এবং স্ট্রাইক রোটেট করতে চেয়েছি। আজকে তাদের ফিল্ডিং বেশ শক্ত ছিল এবং এই কারণে আমি স্ট্রাইক রোটেট করে খেলার পাশাপাশি ধৈর্য ধরে রাখার চেষ্টা করেছি।