একাদশে দুই পেসার, ফিরলেন মুশফিক
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ টায়।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

মিরপুরের স্পিন বান্ধব উইকেটের কথা মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। এক্ষেত্রে তাইজুল ইসলামের সঙ্গে একাদশে আছেন তরুণ স্পিনার নাঈম হাসান।
অপরদিকে পেস আক্রমণ সামলানোর দায়িত্বে আবু জায়েদ রাহীর সঙ্গে আছেন এবাদত হোসেন। এছাড়া তামিম ইকবালের সঙ্গী হিসেবে ওপেন করবেন সাইফ হাসান। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় দলে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশঃ প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্র্যান্ডন টেলর, টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিসুমা, এইন্সলে এনডিলোভু ও ভিক্টর নায়াউচি।