মাহমুদউল্লাহ লড়াই করেই ফিরবেঃ ডমিঙ্গো
ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাদা পোশাকে একটানা অফফর্মের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডার বাদ পড়লেও লড়াই চালিয়ে পুনরায় দলে ফিরবেন বলে প্রত্যাশা রাসেল ডমিঙ্গোর।
শুক্রবার বাংলাদেশের কোচ বলেন, 'সে (মাহমুদউল্লাহ) এই মুহূর্তে দলে নেই। সত্যি কথা বলতে ভবিষ্যতের পরিকল্পনায় আমি তাঁকে রেখেছি। সাদা বলের ক্রিকেটে সে আমাদের মূল ক্রিকেটারদের একজন। টেস্ট একাদশে স্থায়ী হতে সে অবশ্যই লড়াই চালিয়ে যাবে।

৪৯টি টেস্ট সে ইতোমধ্যেই খেলে ফেলেছে। আগেও সে দারুণ পারফরম্যান্স করে এসেছে। তাঁর লড়াকু মনোভাব এখনও আছে। তাঁর জন্য এখনও জায়গা আছে দলে।'
জায়গা হারানোর পর কোচের কাছে দলে ফেরার আগ্রহ প্রকাশ করেন মাহমুদউল্লাহ। তাঁর মানসিকতার প্রশংসা করে প্রোটিয়া এই কোচ আরও বলেন, 'সে ফেরতে চেয়েছে, এজন্য তাঁকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। আমি কোনও ক্রিকেটারকে খেলা বন্ধ করে দিতে বলব না।'
একইসাথে মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ারের শুভ সমাপ্তি চেয়েছেন ডমিঙ্গো। দেশের হয়ে লম্বা সময় ধরে খেলে আসা মাহমুদউল্লাহ যেন নিজেই অবসরের ঘোষণা দিয়ে সরে দাঁড়াতে পারেন, এমন ভবিষ্যৎ চান মাহমুদউল্লাহ।
ডমিঙ্গো আরও বলেন, 'যে লম্বা সময় ধরে সফলতার সাথে দেশের হয়ে খেলে এসেছে সে অবশ্যই তাঁর খেলা কখন বন্ধ হবে সেটা জানানোর অধিকার রাখে। তাঁকে এতটুকু সুযোগ দিতেই হবে।'