promotional_ad

মিডিয়া এবং দর্শকদের প্রতি ডমিঙ্গোর আহ্বান

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


 বেশ কিছুদিন থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ। একের পর এক টেস্টে পরাজয়ের পর বর্তমানে বেশ নাজুক অবস্থায় আছে তারা। এই পরিস্থিতিতে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) একমাত্র টেস্ট খেলতে নামছে মুমিনুল হকের দল


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের আগে মিডিয়া এবং দর্শকদের সমর্থন প্রত্যাশা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের মতো অনভিজ্ঞ এই টেস্ট দলটির প্রতি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি।



promotional_ad

বর্তমান বাংলাদেশ দলে যারা খেলছেন তাদের বেশিরভাগেরই টেস্ট খেলার অভিজ্ঞতা বেশ কম। নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী কিংবা সাইফ হাসান কেউই এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলেননি। এই অনভিজ্ঞ দলটি নিয়েই ভারত এবং পাকিস্তানের মতো দেশের বিপক্ষে লড়েছে বাংলাদেশ। 


শান্ত, এবাদতদের পাশে থাকার আহ্বান জানিয়ে ডমিঙ্গো বলেন, বিশ্বের অন্যান্য পেসারদের অনেক টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। ইংল্যান্ডের স্ট্রুয়ার্ট ব্রড ১৪০ টেস্ট খেলেছে। রাবাদা ৫০ টেস্ট খেলেছে, ফিল্যান্ডার ৭০ ম্যাচ খেলেছে। স্টার্ক খেলেছে ৬০টি। সবমিলিয়ে আমাদের দলটি বেশ অনভিজ্ঞ। মিডিয়াকে ক্রিকেটা রদের প্রতি ধৈর্যশীল হতে হবে। তাদেরকে সুযোগ দিতে হবে। বিশ্বের সবচাইতে অনভিজ্ঞ দল এটা। এই দল নিয়ে যদি আপনি ভারত এবং পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে প্রতিযোগিতা করেন এক দিনের প্রস্তুতি নিয়ে সেটা অনেক কঠিন। তাই ছেলেদের প্রতি ধৈর্য রাখতে হবে। এখানে দর্শক এবং মিডিয়ার সমর্থন অনেক জরুরী।'


তরুণ ক্রিকেটারদের প্রতি আস্থা না হারানোর জন্য অনুরোধ করে ডমিঙ্গো আরো বলেন, 'বাংলাদেশের মানুষ ক্রিকেটের জন্য পাগল। একই সঙ্গে মিডিয়ার সম্পৃক্ততা অবিশ্বাস্য। দল তাদের (সমর্থক) প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারছে না। তবে মানুষকে বুঝতে হবে যে আমাদের দলটি অনেক তরুণ। আপনি বর্তমান টেস্ট দলটিকে দেখুন। শান্ত ৩টি টেস্ট খেলেছে, সাইফ দ্বিতীয় টেস্ট খেলতে নামছে। রাহীকে দেখতে ৪০ এর মতো মনে হলেও সে মাত্র ৭টি টেস্ট খেলেছে। এটি খুবই অনভিজ্ঞ একটি টেস্ট দল। আপনার যে অধিনায়ক আছে সে ভারত এবং পাকিস্তানের মতো দলের বিপক্ষে অধিনায়কত্ব করেছে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball