বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের টিকেট মূল্য

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টের টিকেট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকেট মূল্য এবং প্রাপ্তির স্থান জানিয়ে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে টেস্ট চলাকালীন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথ থেকে সংগ্রহ করা যাবে ম্যাচের টিকেট।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই টেস্টের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, সাউদার্ন এবং নর্দান গ্যালারী ৮০ টাকা ও ইস্টার্ন গ্যালারি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘ সময় পর আবারও ঘরের মাঠে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টের পর ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে তারা।
ওয়ানডে সিরিজের সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে রয়েছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।