গুরুকে সেঞ্চুরি উৎসর্গ করলেন তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজের সামর্থ্যের জানান দেয়া এই বাঁহাতি ব্যাটসম্যান এবার সাদা পোশাকেও ব্যাটিং কারিশমা দেখিয়েছেন।
বিকেএসপিতে ৫ ছক্কা এবং ১৪টি চারের সাহায্যে ৯৯ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেন ১৯ বছর বয়সী তামিম। এই সেঞ্চুরিটি নিজের গুরু এবং কোচ মুসলিম উদ্দিনকে উৎসর্গ করেছেন এই তরুণ তুর্কী।

ম্যাচ শেষে তামিম বলেন, 'আমার বাড়ি যেহেতু বগুড়ায়, বগুড়ায় আমার ডিস্ট্রিক্ট কোচ মুসলিম উদ্দিন স্যার ছিলেন। উনি কিছুদিন আগে মারা গেছেন। আমার সেঞ্চুরিটা আমি উনাকে উৎসর্গ করতে চাই।'
অনূর্ধ্ব ১৯ দল থেকে সরাসরি সাদা পোশাকে খেলার সুযোগ পাওয়ায় কিছুটা চাপের মধ্যে ছিলেন তামিম। প্রস্তুতি ম্যাচ হলেও জিম্বাবুয়ের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে পারাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি।
তরুণ এই ব্যাটসম্যানের ভাষ্যমতে, 'জিম্বাবুয়ে একটা টেস্ট খেলুড়ে দেশ, আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে এসেছি, এসেই জাতীয় দলের সাথে খেলা। এটা একটু চাপেরই ছিল কিন্তু আমরা চাপ হিসেবে নিই নাই, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা অনেক উপভোগ করছি।'