বিপ টেস্ট নাও পাশ করতে পারে মাশরাফিঃ পাপন
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপ টেস্টে অংশগ্রহণ করলে পাশ নাও করতে পারেন মাশরাফি বিন মুর্তজা, এমনটা মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট সভাপতি আরও জানালেন, নির্দিষ্ট সময় পর্যন্ত পাশ না করলেও তাঁকে পাশ করিয়ে দিতে পারে বিসিবি।
ঘরোয়া এবং আন্তর্জাতিক যেকোনো অঙ্গণে খেলার আগে ক্রিকেটারদের বিপ টেস্ট নেয় বিসিবি। ফিটনেসের এই পরীক্ষায় পাশ করতে না পারলে কয়েক দফা সুযোগ দেয়া হয় নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে এবং একেবারেই পাশ করতে না পারলে ম্যাচ খেলা থেকে বঞ্চিত থাকেন ক্রিকেটাররা।
সম্প্রতি মাশরাফির অবসর ইস্যুতে সরগরম বিসিবি। কেননা দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়ক নিজ থেকে অবসর নিচ্ছেন না, বিসিবিরও দ্বারস্থ হচ্ছেন না।

বুধবার এই ইস্যুতে কথা বলার সময় পাপন বলেন, 'মাশরাফির মতো অধিনায়কের বদলিও আমাদের নেই। এখন আগে থেকে পরিবর্তন হচ্ছে আমাদের নিয়মে। আগে তো আমাদের বিপ টেস্ট পাশ করার কোনো ব্যাপার ছিল না। এখন তো আমরা এটা চালু করেছি। এখন স্বাভাবিকভাবেই বিপ টেস্ট পাশ নাও করতে পারে মাশরাফি। এটা হচ্ছে একটা জিনিস
তো একটা হচ্ছে বিপ টেস্টে পাশ না করলেও পাশ দিয়ে দেয়া। একইসঙ্গে আমাদের আরেকটা বিষয়ে দেখতে হবে। আমাদের দেশের ক্রিকেট যেসব সফলতার মোড় বদলেছে সেখানে মাশরাফির গুরুত্ব অপরিসীম। তাঁর অধিনায়কত্ব অসাধারণ ছিল। এটাও ঠিক যে, একটা সময় এসেছে ওর সিদ্ধান্ত নেয়ার যে ও আর কয়দিন খেলবে।'
একইসঙ্গে অবসর ইস্যুতে ৩৬ বছর বয়সী মাশরাফির উদাসীনতা অবাক করেছে পাপনকে। তবে এবার আর মাশরাফির সিদ্ধান্তের অপেক্ষা করবে না বোর্ড। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে শেষবার অধিনায়ক হিসেবে খেলবেন মাশরাফি। এরপরেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি।
পাপন আরো বলেন, 'আমরা যেটা জানি, নামীদামী খেলোয়াড় যারা আছে তারা নিজেরা পরিকল্পনা করে জানিয়ে দেয় যে আমার অবসরের সময় এসেছে। ওভাবেই তারা অবসর নেয়। আমাদেরও ইচ্ছা ছিল যে সেরকম কিছু যদি ও চায় আমরা তাহলে অনুষ্ঠান করে ভালোভাবে তাঁকে বিদায় দিতে পারি। ও খেলতে চাইলে ও খেলতে পারে।
আমি এখন অধিনায়কত্ব নিয়ে বেশি চিন্তিত। অধিনায়ক হিসেবে যদি আমরা অন্য কাউকে ঘোষণা করি, তখন মাশরাফি যদি নিজের পারফরম্যান্সে দলে ঢুকতে পারে, তাহলে ঢুকবে। এটা তো কারো জন্য বাঁধা নেই। তবে অধিনায়কত্বের ব্যাপারটা আমরা মাসখানেকের মধ্যে সিদ্ধান্ত নেব।'