promotional_ad

টেস্টে উপভোগ কম হয়ঃ শরিফুল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ছয় ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে। এই ছয় ক্রিকেটারের মধ্যে রয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বিকেএসপির তিন নম্বর মাঠে বল হাতে দারুণ পারফর্ম করেন ১৮ বছর বয়সী এই তরুণ। 


জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ১৫ ওভার বোলিং করে মাত্র ৪৫ রান খরচায় এক উইকেট নেন শরিফুল। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলে আসা এই পেসার এরই মধ্যে উইকেটের পার্থক্য বুঝতে পেরেছেন। দক্ষিণ আফ্রিকার উইকেট পেস সহায়ক হলেও বাংলাদেশে যে পেসারদের যথেষ্ট সংগ্রাম করতে হয় সেটি ভালোই উপলব্ধি করেছেন শরিফুল।



promotional_ad

প্রথম দিন শেষে এই পেসার বলেন, 'আমরা যেমন আশা করেছিলাম তেমন উইকেট না এখানে। আমরা যে কন্ডিশন (দক্ষিণ আফ্রিকা) বোলিং করে এসেছি, ওইখানে আর এখানে অনেক পার্থক্য। এসব উইকেটে পেসাররা মন মতো বোলিং করতে পারে না। বাড়তি চেষ্টা করতে হয় এবং অনেক কঠিনও। কষ্ট তো হয়েছে।'


টেস্ট ক্রিকেট খুব একটা উপভোগ্যের নয় বলে মনে করেন শরিফুল। তাঁর ভাষ্যমতে,  'টেস্টে উপভোগ কমই হয়। অনেক ওভার বোলিং করতে হয়। অনেকদিন পর বোলিং করলাম কোনো প্রকার অনুশীলন ছাড়া।' 


বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে জিম্বাবুয়ে। প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball