promotional_ad

বিরক্ত তাইজুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টেস্ট ফরম্যাটে বরাবরই তাইজুল ইসলামের প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে। পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ৫টি টেস্ট খেলেছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল। যেখানে তাঁর শিকার ৩৫টি উইকেট।


একই সঙ্গে টেস্টে তাইজুলের ক্যারিয়ার সেরা বোলিংও এই জিম্বাবুয়ের বিপক্ষেই। এই 'প্রিয়' প্রতিপক্ষের বিপক্ষেই কিছুদিন পর মাঠে নামছেন তিনি। সফরকারীদের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ২৮ বছর বয়সী এই স্পিনার। 



promotional_ad

জিম্বাবুয়ে প্রিয় প্রতিপক্ষ কিনা এই প্রশ্নে কিছুটা বিরক্ত হন তাইজুল। তিনি বলেন, 'আসলে আমার এই কথাটা ভালো লাগলো না। কারণ জিম্বাবুয়ের বিপক্ষেই যে শুধু উইকেট পেয়েছি এমন তো না। আরো অনেক দলের সঙ্গেই খেলেছি। আমি এর আগেও বলেছি যে আপনি যাদের সঙ্গেই খেলেন ভালো জায়গায় বল না করলে হয় না।'


জিম্বাবুয়েকে খারাপ দল হিসেবে মানতে নারাজ তাইজুল আরও বলেন, 'ওরা যে একেবারে খারাপ দল এমনটা তো না। ভালো জায়গায় যখন বল করবো না তখন খারাপ হবে, আবার যখন ভালো জায়গায় বল করবো তখন অনেক সুযোগ আসবে, উইকেটের সুযোগ আসবে বা দলের জন্য ভালো হবে।'


বাংলাদেশের হয়ে ২৮ টেস্টে ১০৮ উইকেট শিকার করেছেন তাইজুল। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে আছেন তিনি। তালিকার শীর্ষে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball