ক্রিকেটই আমাদের সবকিছুঃ শাহাদাত

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
যুব বিশ্বকাপের শিরোপা নিয়ে আকবর আলীর দল দেশে ফেরে ১২ ফেব্রুয়ারি। ১৩ ফেব্রুয়ারি বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা ফিরে যান নিজ নিজ বাড়িতে। কথা ছিল ২১ ফেব্রুয়ারি সংবর্ধনা দেয়া হবে সরকারের পক্ষ থেকে।
তার আগ পর্যন্ত পরিবারের সঙ্গে থাকছেন যুব দলের ক্রিকেটাররা। কিন্তু ৪ দিন পরই মাঠে ফিরতে হলো আকবর-শরিফুলদের। মঙ্গলবার বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের জার্সিতে মাঠে নামেন যুব বিশ্বকাপ জয়ী ছয় ক্রিকেটার।

লম্বা বিদেশ সফরের পর এভাবে দ্রত মাঠে নামাকে ইতিবাচক চোখে দেখছেন শাহাদাত হসেন দিপু। এই অলরাউন্ডার মনে করেন, এটাই তাঁদের কাজ, ক্রিকেটই সবকিছু। এভাবে নিয়মিত খেলার মধ্যে থাকলে আগামীতে যুবারা আরও এগিয়ে যাবে।
শাহাদাত বলেন, `দেখেন আমাদের কাজই কিন্তু এটা। হ্যা রেস্ট দরকার খেলারও দরকার। আমরা বেশি সময় পাইনি, চার- পাঁচদিন হবে। আমাদের জবই এটা, এটাই আমাদের সবকিছু। এখানে ভালো খেললে আগামীতে যাওয়াটা সহজ আরকি।'
যুব বিশ্বকাপে ৬ ম্যাচ খেললেও বোলিং করেননি শাহাদাত। কিন্তু বিকএসপিতে বোলিং করার সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগিয়েছেন। ৮ ওভার বোলিং করে নেন ৩ উইকেট। জানিয়েছেন, বিশ্বকাপে বোলাররা ভালো করেছে, তাই বোলিং করতে হয়নি।
বিকএসপিতে সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগিয়েছেন। যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলে করেন এই যুবা। শাহাদাত বলেন, `দেখেন আমি কিন্তু ওয়ার্ল্ড কাপে বল করিনি। এখানে উইকেট পাওয়াতে কনফিডেন্স লেভেলটা হয়তো বাড়বে যদি এটা কন্টিনিউ করতে পারি।'