জিম্বাবুয়ের বিপক্ষে হার দুর্ঘটনা নয়ঃ তাইজুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১৫১ রানে পরাজিত হয় বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হয় তারা। তবে এই হারকে দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তাঁর মতে ভালো খেলেই সেই ম্যাচে জয় তুলে নিয়েছিল সফরকারীরা।
হ্যামিল্টন মাসাকাদজাদের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২১৮ রানে জিম্বাবুয়েকে পরাজিত করে সিরিজটি ড্র করে তারা। এবার আবারও সেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।

আগামী ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে ক্রেইগ আরভিনদের মুখোমুখি হবে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। এই ম্যাচের আগে ২০১৮ সালের স্মৃতি রোমন্থন করেছেন তাইজুল। তাঁর বিশ্বাস ভালো খেলতে পারলে যেকোনো দলকেই হারানো সম্ভব।
তিনি বলেন, 'আমি এটাকে (জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হার) দুর্ঘটনা বলবো না। দুর্ঘটনা আলাদা জিনিস। আমরা আসলে খারাপ খেলেছি তাই হেরেছি। এরপরের ম্যাচে হয়তো আমরা ভালো খেলেছি তাই জিতেছি। এখানে দুর্ঘটনার কিছু নেই। ক্রিকেটে ভালো খেলতে হবে। ভালো না খেললে হারাটাই স্বাভাবিক।'
জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে হারলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তাইজুল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ১১ উইকেট শিকার করেন তিনি। এরপর দ্বিতীয় টেস্টে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হন ২৮ বছর বয়সী এই স্পিনার।