জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক আল আমিন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এই ম্যাচের জন্য বিসিবি একাদশের অধিনায়ক করা হয়েছে আল আমিন হোসেন জুনিয়রকে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ছয় ক্রিকেটারকে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

যুব দলের অধিনায়ক আকবর আলী ছাড়াও দলে রয়েছেন মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেন ইমন। বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা।
এদিকে এরই মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট খেলবে দুই দল।
এরপর আগামী ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর ৯ ও ১১ মার্চ শের-ই বাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।