promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এবি ডি ভিলিয়ার্স। ২০১৯ সালের শেষের দিকে আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে আবারো দলে ফেরার কথা চিন্তা করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৮ মাস বাকি। দীর্ঘ দিন ধরে দলের বাইরে থাকলেও ডি ভিলিয়ার্স মাতিয়ে চলেছেন বিপিএল, আইপিএল,বিগ ব্যাশের মতো বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। সেখানে ব্যাট হাতে নজরকাড়া অনেক ইনিংসও খেলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে তাঁর জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছে।


ডি ভিলিয়ার্সের ফেরার ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, 'আমার ওর সঙ্গে কথা হয়েছে এবং আমরা শীঘ্রই জানতে পারবো কি হতে যাচ্ছে তার সঙ্গে। যখন থেকে আমি কোচের দায়িত্ব পেয়েছি, তখন থেকেই বলে আসছি যে আমরা যদি বিশ্বকাপে যাই তাহলে আমরা সেখানে সেরা ক্রিকেটারদের নিয়ে যাব।' 



promotional_ad

দেশের হয়ে খেলার জন্য প্রস্তুত থাকলে যেকোনো সময় ডি ভিলিয়ার্সকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঠানো হবে বলে জানান বাউচার। বিশ্বকাপে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,


'আমি কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই বলে আসছি আমরা বিশ্বকাপে সেরা খেলোয়ারদেই নিয়ে যাব। যদি এবি ভাল ফর্মে থাকে ও খেলতে ইচ্ছুক হয় এবং সে যদি উপলব্ধি করে সে দলের জন্য যোগ্য তবে আমরা তাকে দলে রাখব।'



অবসরের পর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এমজানসি সুপার লিগে ৪৬.৪২ স্ট্রাইক রেটে ৩২৬ রান করেছেন তিনি। এছাড়া গত বিগ ব্যাশ লিগে ৬ ইনিংসে ১৪৬ রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball