promotional_ad

দল নির্বাচনে গোলকধাঁধা থেকেই গেল!

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ১৩ সদস্যে নামিয়ে আনা হবে এই স্কোয়াড, তবুও ১৬ সদস্যের দল নির্বাচনে প্রশ্ন রাখার অবকাশ করে দিয়েছে বিসিবি।


স্কোয়াডে মোট পাঁচজন পেসার রেখেছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলা এবাদত হোসেন, আবু জায়েদ রাহির পাশে থাকবেন দলে ফেরা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এছাড়া নতুন মুখ হিসেবে রাখা হয়েছে উদীয়মান পেসার হাসান মাহমুদকে।



promotional_ad

কিছুদিন আগেই একটানা অফফর্মে ছিলেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে স্কোয়াডে থেকেও খেলেননি তিনি। পাকিস্তানের বিপক্ষে সরাসরি বাদ পড়েছেন। তবুও বাংলাদেশ ক্রিকেট লিগে মাত্র এক ম্যাচে ছয় উইকেট নিয়েই নির্বাচকদের মন জয় করে নিয়েছেন তিনি।


মুস্তাফিজ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাখ্যা, 'কোচ এটা চিন্তা করেছিল যে তাঁকে সীমিত ওভারে খেলাবে কিন্তু এখন আমরা চিন্তা করছি বিসিএলে ও যেভাবে ফিরে এসেছে। এখন চিন্তা করছি অবশ্যই তাকে লাল বলের ক্রিকেটে বিবেচনা করা যায়।


এটা আজকে সকালেই কোচের সাথে আমার কথা হয়েছে তখনই আমরা অন্তর্ভুক্ত করেছি। মুস্তাফিজের পরপর দুটো বিসিএল ম্যাচ (ইনিংস) দেখেছি এবং সে আগের মতই বল করেছে।'



এদিকে রুবেলকে নিয়ে টেস্ট ক্রিকেটে পরিকল্পনা নেই বাংলাদেশের। তবুও পাকিস্তানের বিপক্ষে একাদশে জায়গা করে নেন রুবেল। প্রধান নির্বাচকের কথা অনুযায়ী, তাঁকে ব্যাক আপ পেসার হিসেবে দলের সঙ্গে নেয়া হয়েছিল। অথচ রাওয়ালপিন্ডি টেস্টে খেলা রুবেল, বাদ পড়লেন পরের সিরিজেই! দলে জায়গা পেলেন হাসান মাহমুদ।


নান্নুর ভাষায়, 'ওটা পরিবর্তন না, ওকে (রুবেলকে) ব্যাক আপ বোলার হিসেবে নিয়েছিলাম। যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলা পেসারদের সেভাবে আধিপত্য থাকবেনা। কয়টা পেস বোলার নিয়ে খেলব তার একটা পরিকল্পনা আছে। ম্যানেজমেন্টও দেখতে চাচ্ছে আসলে ওই কারণেই কিছু নতুন পেসারকে যেমন হাসান মাহমুদকে নেওয়া।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball